শাহরুখের দলে পাঁচ ম্যাচ খেলবেন মিরাজ

  17-07-2017 09:40PM

পিএনএস ডেস্ক : প্রথমবারের মতো দেশের বাইরে কোনও লিগ খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবেন মিরাজ। আর তার একদিন পর যাবেন সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন মিরাজ ও সাকিবকে অনাপত্তিপত্র দেওয়ার অনুমতি দিয়েছেন। দুই-একদিনের মধ্যে মিরাজ হাতে পেয়ে যাবেন অনাপত্তিপত্র।

মিরাজ জানান, সিপিএল খেলতে ১৫ আগস্ট পর্যন্ত অনুমতি পেয়েছেন। সেদিন মিরপুরে তাকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ হিসেবে শাহরুখ খানের `ত্রিনবাগো নাইট রাইডার্সের` হয়ে পাঁচ ম্যাচ খেলতে পারবেন মিরাজ। ৪ আগস্ট মিরাজের দলের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া। পরবর্তী ম্যাচগুলো ৭, ৯, ১১ ও ১৪ আগস্ট।

অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় ব্র্যাড হজের বদলি হিসেবে মিরাজকে দলে ভেড়ায় ত্রিনবাগো। এ দলটিতে মিরাজ সতীর্থ হিসেবে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, কেভিন কুপার, সুনীল নারিনকে।

প্রসঙ্গত, সিপিএলে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। গত আসরেও একই দলে খেলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন