নেইমারের জায়গায় দিবালাকে চান মেসি!

  21-07-2017 05:13PM

পিএনএস ডেস্ক: গুঞ্জনটা বেশ চাউর হয়েছে, বার্সেলোনা ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাচ্ছেন নেইমার। পিএসজি হতে যাচ্ছে তার নতুন ঠিকানা! ব্রাজিলিয়ান তারকাকে খুব করে চায় ফরাসি ক্লাবটি। আবার নেইমারের পরিবারের ইচ্ছাও সঙ্গে রয়েছে।

ব্রাজিলিয়ান মিডিয়াগুলো তো প্রায় নিশ্চিত যে, বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেবেন নেইমার। তিনি নাকি তার বন্ধুদের (আলভেজ-সিলভা-লুকাসদের) জানিয়ে দিয়েছেন, পিএসজিতে যাচ্ছেন। এছাড়া পিএসজি নেইমারের জন্য সর্বোচ্চটাই (রিলিজ ক্লজ- ২২২ মিলিয়ন) খরচ করতে প্রস্তুত।

লিওনেল মেসি হয়তো চান, বার্সার আক্রমণ ত্রয়ী ‘এমএসএন’ অটুট থাকুক। কিন্তু পেশাদার ফুটবলের তাগিয়ে নেইমার যদি বার্সা ছাড়েন। তাহলে কী হবে? নেইমার যদি বার্সার ছাড়েন, তাহলে তার জায়গায় স্বদেশী উঠতি তারকা পাওলো দিবাকে চান মেসি। খবর ডন ব্যালনের।

২০১৫ সাল থেকে জুভেন্টাসের হয়ে খেলছেন দিবালা। খেলেন অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায়। তাকে ‘আগামীর মেসি’ ভাবা হয়। জুভিদের হয়ে ৬৫ ম্যাচ খেলেছেন। নামের পাশে যোগ করেছেন ৩০ গোল। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন