অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত

  21-07-2017 10:19PM

পিএনএস ডেস্ক : অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। খেলার শুরুতে রানের গতি ছিল খুবই কম। হরমনপ্রীত নামতেই গতি আসে রানে। অস্ট্রেলিয়ার বোলারদের এক কথায দুরমুশ করেছেন মিতালি-হরমপ্রীতরা।

১১৫ বলে ১৭১ রান করে অপরাজিত ছিলেন হরমপ্রীত। মোট ২০টি চার ও ৭টি ছক্কার মাধ্যমে তিনি এই রান সংগ্রহ করেন। তার সঙ্গে সঙ্গ দিয়েছেন দীপ্তি শর্মাও। ২৮১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়ার সামনে ২৮২ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।

ভারতের সামনে ব্যাট করতে নেমে প্রথম থেকেই একটু কাবু ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ঝুলনদের ঝোরো বলে ধরাশায়ী হতে থাকেন একের পর অস্ট্রেলিয় ক্রিকেটার। তিন উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা। শাহিকা পাণ্ডে নিয়েছেন ২টি উইকেট। ২৪৫ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন