মাশরাফিকে পেয়ে যা বললেন রংপুর রাইডার্স কোচ

  23-07-2017 03:37PM

পিএনএস ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে গত দুই আসর অধিনায়কত্ব করা মাশরাফি বিন মুর্তজা এবার রংপুর রাইডার্সে। বিপিএলের গত চার আসরের তিনটিতেই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন মাশরাফি। গত চতুর্থ আসরে একাদশ সাজানোসহ বিভিন্ন বিষয় নিয়ে ফ্র্যাঞ্জাইজির সঙ্গে তার মনোমালিন্য হয়। মাশরাফিকে এবার সর্বোচ্চ সম্মানী দিয়ে দলে টেনেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স।

দলটির এবারের কোচ টম মুডি। তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের 'হেডস্যার' ছিলেন। ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার দৌড়েও এগিয়ে ছিলেন। ম্যাশকে দলে পেয়ে তিনি খুব খুশি হয়ে বলেছেন, 'ও আমার কাজ অর্ধেক কমিয়ে দেবে'।

মাশরাফির নেতৃত্বগুণ বাংলাদেশ জাতীয় দলকে তলানি থেকে তুলে ক্রিকেটে নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অনেকেই তাই বলেন, ম্যাশের হাতে জাদুর কাঠি আছে। সেই কাঠির ছোঁয়াতে বদলে যেতে পারে যেকোনো দল। মুডি হয়তো সে বিষয়টিই বোঝাতে চেয়েছেন। মাশরাফিকে পেয়ে এবার শিরোপার স্বপ্ন আরও বড় হয়েছে রংপুরের।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন