ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার পেরেস আর নেই

  27-07-2017 02:39AM

পিএনএস ডেস্ক : বন্ধুদের সঙ্গে মধ্যাহ্নভোজে হৃদরোগে আক্রান্ত হন ব্রাজিলের কিংবদন্তি গোলকিপার ওয়ালদির পেরেস। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পেরেসের পরিবারের পক্ষ এমনটাই জানানো হয়েছে।

১৯৮২ বিশ্বকাপে জিকো, সক্রেটিস, ফালকাও সমৃদ্ধ ব্রাজিল দলের গোলরক্ষক ছিলেন পেরেস। যদিও সেবার চ্যাম্পিয়ন ইতালির কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল ব্রাজিল। প্রথম ম্যাচে সোবিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ভুলের জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পরে অবশ্য নিজের পারফরমেন্সে উন্নতি করে প্রশংসিত হয়েছিলেন।

১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন তিনি। কিন্তু ব্রাজিল ফুটবল পেরেসকে মনে রেখেছে ১৯৭৩ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সাও পাওলো এফ সি–তে তার দীর্ঘ কেরিয়ারের জন্য।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন