জার্মানিকে হটিয়ে শীর্ষে ব্রাজিল

  11-08-2017 10:25AM

পিএনএস ডেস্ক: জুলাইয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানটা জার্মানির কাছে খুইয়েছিল ব্রাজিল। একমাস পরই আবার শীর্ষ আসনটা দখলে নিয়েছে সেলেসাওরা। পাঁচবারের বিশ্বসেরাদের জায়গা করে দিতে দ্বিতীয় স্থানে নেমে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

নিজেদের তৃতীয় স্থানটা সমহিমায় ধরে রেখেছে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা। আর তাদের ঠিক পরেই আছে ১৯৯৩ সালের পর আবারো সেরা চারে জায়গা করে নেয়া সুইজারল্যান্ড। পাঁচে আছে পোল্যান্ড।

র‍্যাঙ্কিংয়ে অধঃপতন হয়েছে রোনালদোর পর্তুগালের। দুই ধাপ পিছিয়ে ক্রিশ্চিয়ানোর দল আছে ছয়ে। আগের মতোই জায়গা ধরে রেখেছে কোপা আমেরিকা জয়ী চিলি, আছে সাতে।

অষ্টম, নবম এবং দশম স্থানটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে যথাক্রমে কলম্বিয়া, বেলজিয়াম এবং ফ্রান্স।

সুসংবাদ আছে বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্যও। কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেও একধাপ এগিয়েছে লাল-সবুজ বাহিনী।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন