দুবাইয়ে ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন ধোনি

  16-08-2017 07:58PM

পিএনএস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে খুব শিগগিরই দুবাই প্যাসিফিক স্পোর্টস ক্লাবের (পিএসসি) সঙ্গে যৌথভাবে ইউএইতে নিজের ক্রিকেট কোচিং একাডেমি খেলার ঘোষণা দেন ধোনি।

ইউএই ভিত্তিক পিএসসির সঙ্গে গাঁটছাড়া বাঁধা সম্পর্কে ধোনি বলেন,‘সমগ্র বিশ্বেইই খেলাধুলার একটা অবস্থান সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এটা ব্যবসারও একটা ক্ষেত্র। এ ক্লাবটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং এটাকে সফল করতে সম্ভব সব কিছুই আমি করব। ’

পিএসসি কর্মকর্তা পারভেজ খান বলেন, ‘ক্রিকেট মাঠের সুপারস্টার ধোনির সঙ্গে যুক্ত হতে পেরে তার সংস্থা গর্বিত। ‘মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটে একাডেমি (এমএসডিসিএ) নামে এ প্রতিষ্ঠানের সকল স্বত্ব থাকবে প্যাসিফিক স্পোর্টস ক্লাবের হাতে। এখানে স্কুল কলেজ, প্লেগাউন্ডসহ সব কিছুই থাকবে আধুনিক মানের। ’

শ্রীলঙ্কা সিরিজ শেষ করে নিজের নামে প্রস্তাবিত একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী মাসে দুবাই যাবেন ধোনি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন