উইকেট কিপিং ছেড়ে দিবেন মুশফিক!

  16-09-2017 02:10PM

পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং এবং কিপিংয়ের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠার পর এবার দলের প্রয়োজনে পছন্দের স্থান উইকেটকিপিং ছাড়তে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন টাইগার টেস্ট দলপতি মুশফিকুর রহিম।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার আগে মিরপুরের শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

মুশফিকের নেতৃত্বে সিরিজে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এবং ৬ থেকে ১০ অক্টোবর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার পর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে মাশরাফি ও সাকিব বাহিনী।

এদিন, মুশফিক বলেন, টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ হবে। সেই ম্যাচ শেষে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে আমাকে দিয়ে কিপিং করানো হবে কি না।

ব্যাটিং অর্ডারে নিজের খেলার পজিশন প্রসঙ্গে টেস্ট দলপতি বলেন, দলের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যাটিংয়ে নামতে প্রস্তুত আছি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন