ডেঙ্গু জ্বরে ভুগছেন আশরাফুল

  18-09-2017 06:40PM

পিএনএস : রাজধানীতে মশাবাহিত ডেঙ্গু-চিকুনগুনিয়ার প্রকোপ কমে গেলেও একেবার নির্মূল হয়ে যায়নি। এবার এই ক্ষুদ্র প্রাণীর আক্রমণের শিকার হলেন নিষেধাজ্ঞায় থাকা জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ঘরোয়া লিগে খেলার অনুমোদন পাওয়ার পর ঢাকা মেট্রোর হয়ে জাতীয় ক্রিকেট লিগে খেলছিলেন তিনি।

গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিগের প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পান আশরাফুল। ২০১৩ সালের পর এটাই ছিল তার প্রথম সেঞ্চুরি। সুন্দর একটা দিন কাটানোর পর রাতে জ্বর অনুভব করায় পরদিন চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাকে। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর অ্যাশের ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হন চিকিৎসকরা।

চিকিৎসকদের দেওয়া পরামর্শ মেনে আজ ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে ঢাকায় ফিরেছেন আশরাফুল। তাকে কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ কারণে কবে আবার তিনি মাঠে ফিরতে পারবেন তা মোটামুটি অনিশ্চিত। চলতি লিগের প্রথম ম্যাচেই ১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেন অ্যাশ। এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন