ভারত-অস্ট্রেলিয়া সিরিজে অনলাইন জুয়া চক্রের মহোৎসব!

  24-09-2017 02:04PM

পিএনএস ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অনলাইন বেটিং চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। এই অপরাধে ৭ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

ভারতীয় দৈনিকগুলো জানাচ্ছে, গত শুক্রবার এই চক্রটির সন্ধান পায় পুলিশ। এরপর পুলিশ হানা দেয় নয়াদিল্লির দেরাওয়াল নগরের একটি বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে ১২টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ ও নগদ ২৭,৭৫০ টাকা উদ্ধার করেছে।

এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ টাকা জুয়াতে খাটানোর খবর জানতে পেরেছে পুলিশ। উত্তর-পশ্চিম দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার বলেছেন, 'অভিযুক্তরা জেরার মুখে তাদের অপরাধের কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, মোবাইলের মাধ্যমে এই কাজ চলত। মোবাইলের রেকর্ডিং অন করে কে কত দরে জুয়া খেলছে তার হিসেব রাখা হতো। পাশাপাশি ল্যাপটপে 'বেটিং অ্যাসিস্ট্যান্স' নামের একটি বেটিং সফটওয়্যার ইনস্টল করেও এই জুয়ার কাজ চালানো হতো বলে জানিয়েছে গ্রেপ্তারকৃতরা। '

প্রসঙ্গত, দ্বিতীয় একদিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫০ রানে হারিয়েছে ভারত।

এখনও পর্যন্ত সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলির দল। আজ রবিবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন