গ্রেফতার হলেন ইংল্যান্ড অল-রাউন্ডার বেন স্টোকস!

  26-09-2017 09:35PM

পিএনএস ডেস্ক : গ্রেফতার হলেন ইংল্যান্ড অল-রাউন্ডার বেন স্টোকস৷ রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে জয়ের পর ব্রিস্টলে ঘটনার জন্য গ্রেফতার হন স্টোকস৷ এক রাত্রি লক-আপে কাটানোর পর যদিও ছাড়া পেয়ে যান ইংরেজ অল-রাউন্ডার৷

এই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ইংল্যান্ড ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হ্যালস৷ তিনিও পরে ছাড়া পেয়ে যান৷ এই ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ দু’টি ম্যাচে নির্বাসিত স্টোকস ও হ্যালস৷

মঙ্গলবার দুপুরে লন্ডনের দ্য ওভালে পৌঁছে ইংল্যান্ড ডিরেক্টর অফ ক্রিকেটে অ্যান্ড্রু স্ট্রস জানান, ‘বুধবারের ম্যাচে পাওয়া যাবে না বেন স্টোকস ও অ্যালেক্স হ্যালেসকে৷ ব্রিস্টল ঘটনার জন্য সোমবার সকালে গ্রেফতার হয় স্টোকস৷ এক রাত্রি লক-আপে কাটানোর পর ছাড়া পেয়েছে বেন৷ তার বিরুদ্ধে কোনও চার্জ দেয়নি পুলিশ৷ জেরার জন্য হ্যালসকেও গ্রেফতার করে পুলিশ৷ পরে ও ছাড়া পায়৷ কিন্তু বুধবার ওভাল ম্যাচে দু’জনেই খেলতে পারবে না৷’

রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ে ব্যাট হাতে ৭৩ রানেই ইনিংস খেলেছিলেন স্টোকস৷ কিন্তু রাতের ঘটনার জন্য মঙ্গলবার সকালে ট্রেনিংয়ে আসতে পারেননি স্টোকস ও হ্যালেস৷ মঙ্গলবারই অবশ্য অ্যাশেজের দল ঘোষণা করতে পারে ইংল্যান্ড৷ স্ট্রস অবশ্য জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ দু’টি ম্যাচে না-খেললেও অ্যাশেজের দলে থাকতে কোনও অসুবিধা নেই এই দুই ইংল্যান্ড ক্রিকেটারের৷

এর আগেও ‘ব্যাড বয়’-এর খাতায় নাম লিখিয়েছিলেন ইংল্যান্ড টেস্ট দলের ভাইস-ক্যাপ্টেন স্টোকস৷ ২০১২-তে রাত্রিতে পুলিশের সঙ্গে বচসার জেরে আটক হয়েছিলেন৷ পরের বছর লেট-নাইটে মদ্যপানের জন্য ইংল্যান্ড লায়ন্স ট্যুর থেকে দেশে ফিরেছিলেন স্টোকস৷ ২০১৪ টি-২০ বিশ্বকাপে ঘুসি মেরে লকার ভেঙে দল থেকে বাদ পড়েছিলেন ইংল্যান্ড অল-রাউন্ডার৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন