পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা!

  12-10-2017 12:18AM

পিএনএস ডেস্ক:আর্ন্তজাতিক ফুটবলে পাকিস্তানকে নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। পাক ফুটবল ফেডারেশনের উপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এ নিষেধাজ্ঞার কবলে পড়েছে পাকিস্তান।


পাকিস্তান এই নিষেধাজ্ঞার কারণে ফিফার কোনও টুর্নামেন্টে খেলতে পারবে না বলে এক বিবৃতিতে ফিফা জানিয়েছে। ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, ‘তৃতীয় পক্ষের অত্যধিক হস্তক্ষেপের কারণে এই সিদ্ধান্ত নেয়া হল।’ শুধু তাই নয়, নিয়ম ভঙ্গের কারণে পাক ফুটবল ফেডারেশনের অ্যাকাউন্টও পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে।

ফিফার এমন সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি পাক ফুটবল ফেডারেশন । তবে তারা আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে রয়টার্সের কাছে ইমেইল বার্তায় জানিয়েছেন এক কর্মকর্তা।

ফিফার তালিকাভুক্ত ২১১টি দলের ভেতর র‌্যাংঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ২০০তে। ২০১৫ সালে মার্চে ইয়েমেনের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে দলটি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন