স্টেডিয়ামে যাওয়া নিষিদ্ধ অশালীন পোশাকে

  14-10-2017 02:07PM



পিএনএস ডেস্ক: সৌদি আরবের ক্রীড়া কর্তৃপক্ষ তাদের স্টেডিয়ামগুলিতে 'অশালীন পোশাকে' কারো প্রবেশ নিষিদ্ধ করেছে।

গত মঙ্গলবার এই নিষেধাজ্ঞা জারি করা হয়। টুইটারে এই নিষেধাজ্ঞার খবরটি প্রায় ৬০ হাজার বার শেয়ার করা হয়।

সৌদি আরবে পুরুষরা ঘরে যে ঢিলে-ঢালা পোশাক করেন, যেটা অনেকটা ঘুমের পোশাকের মতো, সেটি পরে যেন কেউ স্টেডিয়ামে যেতে না পারেন সেজন্যেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সৌদি সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অবশ্য পরস্পর বিরোধী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সৌদি ক্রীড়া কর্তৃপক্ষের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, যারা যথাযথ পোশাক না পরে স্টেডিয়ামে আসবে, তাদের যেন ঢুকতে দেয়া না হয়।

এতে বলা হয়, সৌদি ফুটবল ম্যাচগুলো যেহেতু লাইভ দেখানো হয় এবং বিভিন্ন বয়সের দর্শকরা দেখেন, সেই কারণে এই ব্যবস্থা।

টুইটারে কেউ কেউ স্টেডিয়ামে 'নিষিদ্ধ' ছবি শেয়ার করেছেন। সূত্র : বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন