কাকার ইতি

  17-10-2017 12:22PM

পিএনএস, ডেস্ক: দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ায়ের ইতি টানলেন ব্রাজিলের তারকা ফুটবলার কাকা। আগেই ঘোষণা দিয়েছিলেন ওরল্যান্ডো সিটির সাথে চুক্তির মেয়াদ বাড়াবেন না। তাই এমএলএসে কলম্বাস ক্রিউ-য়ের বিপক্ষে ম্যাচটি ছিলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

মাঠে নামার আগে তাই আবেগঘন হয়ে পড়েন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। তবে মাঠের খেলাতে এর কোনো ছাপ পড়েনি। দারুণ পেশাদারিত্বের পরিচয় দিয়ে খেলেছেন ক্যারিয়ারের শেষ ম্যাচটি।

তবে বিদায়টা হাসি মুখে নিতে পারেননি। ওলা কামারার একমাত্র গোলে ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় কাকার দলকে। এদিন কাকাকে সম্মাননা জানায় পুরো ওরল্যান্ডো সিটি ক্লাব।

বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের মত ক্লাবে খেলেছেন কাকা। জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও। ২০০৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হন ২০০২ সালের ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই ফুটবলার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন