আমলা-ভিলিয়ার্সের ম্যাচে ফিরল প্রোটিয়ারা

  18-10-2017 04:35PM

পিএনএস ডেস্ক: সাকিবের জোড়া আঘাত আশা জাগিয়েছিল টাইগার শিবিরে। ৯০ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

কিন্তু হাশিম আমলা আর এবিডি ভিলিয়ার্সের কাছে চাপ বলতে যেন কিছু নেই। ভিলিয়ার্স তার স্বভাবসুলভ বিধ্বংসী ব্যাটিংয়ে আমলাকেও ছাড়িয়ে গেছেন। ড্রিংকস ব্রেকের আগ পর্যন্তে দুজনের জুটিতে এসেছে ১১৫ রান। প্রোটিয়াদের দলীয় স্কোর ২ উইকেটে ২০৫।

পার্লের বোল্যান্ড পার্কে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আজ টসে জিতে ফিল্ডিংয়ে নামার পরও পরিস্থিতির তেমন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সাবলীলভাবেই খেলছিল প্রোটিয়ারা। আরেকটি শতরানের ওপেনিং জুটি গড়ার আগেই আঘাত হানলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের ঘূর্ণিবলে লাইন মিস করে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লেন আগের ম্যাচে দেড় শতাধিক রান করা কুইন্টন ডি কক (৪৬)।

৫ ম্যাচের পর সাকিবের প্রথম ওয়ানডে উইকেট এটি। ৯০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর দ্বিতীয় ব্রেক থ্রু টিও এল একই ওভারে। দুর্দান্ত ফ্লাইট ডেলিভারিতে অধিনায়ক ফাফ ডু-প্লেসিসের স্টাম্প উড়ে গেল। কোনো রান না করেই ফিরতে হলো ডু-প্লেসিসকে। দলীয় ৯০ রানেই প্রথম ২ উইকেট হারায় স্বাগতিকরা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন