তারকার ঘর থেকে তারকার জন্ম

  19-10-2017 11:24AM

পিএনএস ডেস্ক: নতুন তারকার জন্ম হলো পাকিস্তানে। আবু ধাবিতে অভিষেক ম্যাচেই জানান দিলেন তিনি আসছেন। দুর্দান্ত সেঞ্চুরি করেই তিনি তার অভিষেক মুর্হূতটিকে স্মরণীয় করে রাখলেন। তার নাম ইমাম-উল-হক।

তবে তার আরেকটি পরিচয় আছে, তিনি হলেন পাকিস্তানের আরেক কিংবদন্তি ইনজামাম উল হকের ভাতিজা। চাচার মতোই তিনি আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়াবেন,- এমন প্রতিশ্রুতি দিয়েই তার আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব।

২১ বছর বয়সেই এই তরুণের সেঞ্চুরির সুবাদেই বুধবার পাকিস্তান সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কার বিরুদ্ধে। অবশ্য এর আগে হাসান আলীর তাণ্ডবও শ্রীলঙ্কাকে নাজুক করে ফেলেছিল।

১৯৯৫ সালের ১২ ডিসেম্বর জন্ম নেয়া ইমাম খেলেন লাহোর লায়ন্সের হয়ে। আন্তর্জাতিক ম্যাচে বুধবারই প্রথম অংশ নেয়া। আর তাতে তিনি ম্যান অব দি ম্যাচ। ১২৫ বলে ঠিক ১০০ করার পথে তিনি হাঁকিয়েছেন ৫টি চার আর দুটি ছক্কা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন