সাকিবকে টপকিয়ে শীর্ষস্থানে হাফিজ

  20-10-2017 06:26PM

পিএনএস ডেস্ক: সাকিব আল হাসানের বিশ্বসেরার আসনটি আরেকবার টলে উঠল। এটা অবশ্য নতুন কোনো ঘটনা নয়।

এর আগেও অল-রাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছেন তিনি। আবার কিছুদিনের মধ্যেই ফিরে পেয়েছেন। এত দীর্ঘ সময় ধরে শীর্ষস্থানে থাকার রেকর্ড ক্রিকেট ইতিহাসে কারও নেই। ওয়ানডে অল-রাউন্ডারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটের 'পোস্টার বয়'কে এবার পেছনে ফেললেন পাকিস্তানি অল-রাউন্ডার মোহাম্মদ হাফিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে ধারাবাহিক দুর্দান্ত পারফর্মেন্স করে হাফিজের এই উন্নতি। তার রেটিং পয়েন্ট এখন ৩৬০। সাকিবের (৩৪৫) চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে আছেন তিনি। তিন নম্বরে থাকা আফগান তারকা অল-রাউন্ডার মোহাম্মদ নবি ৩২৯ পয়েন্ট নিয়ে সাকিবকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। শীর্ষস্থান ফিরে পেতে হলে সাকিবকে আবারও ব্যাটে-বলে জ্বলে উঠতে হবে।

২০১০ সালে প্রথমবারের মত অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠেন হাফিজ। এই নিয়ে নবমবারের মত অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান পেলেন তিনি। তবে তবে এমন সুখবর পাওয়ার পরই সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন হাফিজ। এই নিয়ে তৃতীয়বার তার বোলিং অ্যাকশন অবৈধ হিসেবে ঘোষণা করল আম্পায়াররা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন