পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হোয়াইটওয়াশ লজ্জা!

  23-10-2017 08:34PM

পিএনএস ডেস্ক : হোয়াইটওয়াশের লজ্জা ঘুচাতে পারল না শ্রীলঙ্কা। ভারতের পর পাকিস্তানের কাছেও ৫-০তে সিরিজ হারল উপুল থারাঙ্গার দল।

শেষ ওয়ানডে ম্যাচে লঙ্কানরা হেরেছে ৯ উইকেটে। এর আগে সিরিজের শেষ ওয়ানডেতে উসমান খানের বোলিং তোপে পড়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। এদিন, মাত্র ২১ বলেই লঙ্কানদের প্রথম ৫ উইকেট তুলে নিয়েছেন দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা উসমান। যার মধ্যে দু'জনকে সরাসরি বোল্ড এবং তিনজনকে কোনো রানের খাতা খোলার আগে সাজঘরে পাঠিয়েছেন খাইবার পশতুনের এই পেসার।

দলীয় এক রানে লঙ্কানদের এক উইকেট পড়ার পর স্কোরবোর্ডে আরেকটি রান যোগ হতেই নেই আরেকটি উইকেট। এরপর আট রানে তৃতীয় ও চতুর্থ উইকেট তুলে নেওয়ার পর ২০ রানে লঙ্কানদের পঞ্চম উইকেট তুলে নেন উসমান। ৭ সপ্তম উইকেট জুটিতে সেকুজে প্রসন্নে ও থিসারা পেরেরার কল্যাণে সর্বনিম্ন রানে আউট হওয়ার হাত থেকে রক্ষা পায় উপুল থারাঙ্গার দল। তবে এদের দু'জনের একজনকে রানআউট এবং অন্যজনকে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান শাদাব খান। শেষ পর্যন্ত সবক'টি উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে তারা।

জবাবে ব্যাটিংয়ে নেমে ফখর জামানের ৪৮ ও ইমামুল হকের অপরাজিত ৪৫ রানের ভর করে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন