দলের স্বার্থেই বিশ্রামে মেসি

  13-11-2017 08:42PM

পিএনএস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপ সামনে রেখে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দলের সেরা খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন জর্জ সাম্পাওলি। আগামী মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতিপর্বে সুপার ঈগলদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

কিন্তু প্রশ্ন উঠেছে, বর্তমানে দারুণ ফর্মে থাকা মেসিকে কেন হঠাৎ বিশ্রাম দেওয়া হল? প্রশ্নের জবাব যুক্তিসহকারেই দিয়েছেন স্বয়ং মেসি।

গত কয়েকমাস ধরে টানা ম্যাচ খেলে চলছেন মেসি। বার্সেলোনার পাশাপাশি জাতীয় দলের খেলাও আছে। এত পরিশ্রমে ক্লান্তি আসাটা স্বাভাবিক। এছাড়া শরীরের ওপর বেশি অত্যাচার করলে ইনজুরি আঘাত হানতে পারে। এমন হলে আসন্ন বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে যেতে পারে। সম্ভবপর সেরা অবস্থায় থেকে রাশিয়া বিশ্বকাপে যেতে চান তিনি। এসব কারণেই বিশ্রাম চেয়েছেন মেসি।

আর্জেন্টিনার ফুটবল জাদুকর বলেছেন, 'আমি সাম্পাওলির সঙ্গে কথা বলেছি। মৌসুমে আমরা অনেক ম্যাচ খেলি- চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, লা লিগা। এর সঙ্গে জাতীয় দল ও ভ্রমণও আছে। আমি সেরা ফিটনেস নিয়েই বিশ্বকাপে যেতে চাই। '

বার্সেলোনার হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৬ গোল করেছেন মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় কাটানো পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে এত সহজে ইনজুরির চোখ রাঙ্গানির সামনে ঠেলে দিতে রাজী নন কোচ সাম্পাওলিও। তাই শিষ্যর আবদার মেনে নিয়েছেন তিনি। সবশেষে এটা তো কেবল একটা প্রীতি ম্যাচ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন