পাকিস্তানকে ২৭৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

  16-11-2017 12:10PM

পিএনএস ডেস্ক: যুব এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ২৭৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃহস্পতিবার কুয়ালালামপুরে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে টাইগার যুবারা।

এদিন, টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার পিনাক ঘোষ ও নাঈম শেখ। দলীয় অর্ধশতকের পর ফিরে যান নাঈম। এরপর অধিনায়ক সাইফ হাসানকে নিয়ে শতরানের জুটি গড়েন পিনাক। তবে ১৫৬ রানে ব্যক্তিগত ৬৪ রানে সাইফ ফিরে যাওয়ার পর এক বড় ধাক্কা খায় বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩০ রান যোগ হওয়ার আগেই ফিরে যান টুর্নামেন্টে দুর্দান্ত খেলা তৌহিদ হৃদয়, ফিরে যান পিনাক ঘোষও। তবে যাওয়ার আগে ইনিংসের সর্বোচ্চ ৮২ রান করে যান পিনাক।

টাইগার যুবাদের উৎসাহ দিতে মাঠে যান মালয়েশিয়া প্রবাসীরা।

তবে হাল ছাড়েননি নিচের সারির ব্যাটসম্যানরা। শেষ দিকে দুই ছক্কায় ১৫ বলে ২২ এবং আফিফ হোসেনের ৫৫ বলে ৫২ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে মিরাজ রিয়াজ সর্বোচ্চ তিনটি উইকেট নেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন