লজ্জার রেকর্ডে কোহলি

  18-11-2017 12:42AM

পিএনএস ডেস্ক: কিংবদন্তী কপিল দেবের একটি লজ্জাজনক রেকর্ড স্পর্শ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। একই বছরে পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। ১৯৮৩ সালে এই নজির ছিল কপিলের।

বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন এ রেকর্ড হয়।

এ বছর বিরাট প্রথম শূন্য করেন পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে। এরপর ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও তিনি কোনও রান না করেই আউট হন। বিরাটের পরের দুটি শূন্যও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একটি একদিনের ম্যাচে এবং অপরটি টি-২০ ম্যাচে। এরপর বৃহস্পতিবার ইডেনে এল বছরের পঞ্চম শূন্য। বাংলাদেশের মাশরাফি মোর্তাজা ও জিম্বাবোয়ের গ্রেম ক্রেমার এ বছর তিনটি করে শূন্য করেছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন