৮৭ বছর পর দুই ভাইয়ের লড়াই!

  18-11-2017 02:29PM


পিএনএস ডেস্ক: ১৯২৯/৩০ মৌসুমে মাদ্রিদ ডার্বিতে দুই ভাইয়ের লড়াই দেখার সুযোগ পেয়েছিল ফুটবলপ্রেমীরা। এর পর কেটে গেছে আরও প্রায় নয় দশক। কিন্তু সেই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটেনি আর।

কিন্তু ফুটবল যে, বিউটিফুল গেম। সেই পুরোনো গল্পটাই আবারও নতুন করে রচনার সুযোগ তৈরি করে দিয়েছে মাদ্রিদ ডার্বি! আজ শনিবার দেখা যেতে পারে লুকাস এবং থিও হার্নান্দেজকে। যারা খেলছেন একে অপরের প্রতিপক্ষ হিসেবে!

দুজনেরই শুরু হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে। বড় ভাই লুকাস হার্নান্দেজ ২০১৪ সালেই যোগ দেন অ্যাটলেটিকোর সিনিয়র দলে।

অন্যদিকে, থিও হার্নান্দেজ চলতি মৌসুমেই অ্যাটলেটিকো মাদ্রিদের মায়া ভুলে নতুন করে ঠিকানা গড়েন স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে। এর ফলেই তৈরি হয় দুই ভাইয়ের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা দেখার। তবে আজ কি খেলতে সুযোগ পাবেন তারা? ফুটবল-প্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। সূত্র: মার্কা

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন