ইউএসএইডের শুভেচ্ছাদূত হচ্ছেন রিয়াদ

  19-11-2017 08:49PM

পিএনএস ডেস্ক : প্রথম বাংলাদেশি ক্রীড়াবিদ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদ। সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচির প্রচারণা কাজে অংশ নেবেন বিপিএলে খুলনা টাইটানসের এই অধিনায়ক।

শুভেচ্ছাদূত হিসেবে প্রচারণাম মাধ্যমে সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে তিনি ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছে সংস্থাটি। একইসঙ্গে সমাজের সার্বিক কর্মকাণ্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদ উল্লাহ।

চলতি বিপিএলের পঞ্চম আসরে ভালো অবস্থানে আছে রিয়াদের দল খুলনা টাইটানস। এর মধ্যেই আগামীকাল সোমবার রাজধানীর লং বিচ হোটেলে ইউএসএইডের সঙ্গে আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন মাহমুদ উল্লাহ। ইউএসএডের পক্ষে চুক্তি সই করবেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন