পাঁচ দিন ব্যাট করলেন পুজারা!

  20-11-2017 12:54PM


পিএনএস ডেস্ক: টেস্ট ক্রিকেট মানেই ধৈর্য্যের খেলা। ব্যাট হাতে লাল বলের সামনে নিজেকে ২২ গজের ক্রিজ আঁকড়ে থাকাই যেখানে মূল লক্ষ্য।

আর এক টেস্টের পাঁচ দিনই কোনো ব্যাটসম্যান ব্যাটিং করে তাহলে তাকে সৌভাগ্যবানই বলতে হয়। তেমনই ভাগ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামেন ভারতের ব্যাটসম্যান চেতশ্বর পুজারা। কলকাতায় শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ দিন ব্যাট হাতে উইকেটে নেমেছিলেন তিনি!

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ইডেন গার্ডেনসে খেলছে ভারত ও শ্রীলঙ্কা। এ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে পুজারা দিন শেষে ৮ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনও বৃষ্টির হানা অব্যাহত থাকে। এদিন ৪৭ রানে আউট না হয়ে ফের মাঠ ছাড়েন তিনি। ম্যাচের তৃতীয় দিন ৫২ রানে বিদায় নেন তিনি। চতুর্থ দিন শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ব্যাট করার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত।

এবারও দিন শেষে ২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ২৯ বছর বয়সী পুজারা। আর ম্যাচের শেষ দিন ২২ রানে আউট হন তিনি।

পুজারার আগে ক্রিকেট বিশ্বে মোট ৮ ব্যাটসম্যান পাঁচ দিন ব্যাটিং করেছেন। আর ভারতের হয়ে পুজারা তৃতীয়। তবে মজার কথা ভারতের সবাই এই ইডেনেই রেকর্ডে নাম লিখিয়েছিলেন।

পিএনএস/কামাল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন