আরিফুল বীরত্বে খুলনার নাটকীয় জয়

  21-11-2017 05:15PM

পিএনএস ডেস্ক :শেষ ওভারে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ৯ রান। হাতে দুই উইকেট। ফলে একটু উনিশ-বিশ হলেই জয় ফসকে যাওয়ার শঙ্কা। এমন পরিস্থিতে দারুণভাবে ম্যাচটি বের করে আনলেন খুলনার আরিফুল হক। শেষ ওভারে রাজশাহীর হয়ে বোলিং আক্রমণে আসা ডোয়াইন স্মিথের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বসেন আরিফুল। আর দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে উল্লাসে ফেটে পড়েন।

ফলে শেষটায় এমন শিহরণ জাগিয়ে ২ উইকেটের পরাজয় মেনে নিতে হয়েছে রাজশাহীকে।

বিপিএলের ঢাকা পর্ব-১ এর নিজেদের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৬৬ রান সংগ্রহ করে রাজশাহী কিংস। জবাবে দুই উইকেট ও চার বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

দু’দিন বিরতির পর শুক্রবার থেকে রংপুর-খুলনা ম্যাচ দিয়ে বিপিএলের পঞ্চম আসরের তৃতীয় ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম পর্ব শুরু হবে।


শেষ ওভারে জয়ের জন্য খুলনার প্রয়োজন ছিল ৯ রান।

হাতে দুই উইকেট। ফলে একটু উনিশ-বিশ হলেই জয় ফসকে যাওয়ার শঙ্কা। এমন পরিস্থিতে দারুণভাবে ম্যাচটি বের করে আনলেন খুলনার আরিফুল হক।

শেষ ওভারে রাজশাহীর হয়ে বোলিং আক্রমণে আসা ডোয়াইন স্মিথের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বসেন আরিফুল। আর দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে উল্লাসে ফেটে পড়েন। ফলে শেষটায় এমন শিহরণ জাগিয়ে ২ উইকেটের পরাজয় মেনে নিতে হয়েছে রাজশাহীকে।

বিপিএলের ঢাকা পর্ব-১ এর নিজেদের শেষ ম্যাচে প্রথমে ব্যাটিং করে ১৬৬ রান সংগ্রহ করে রাজশাহী কিংস। জবাবে দুই উইকেট ও চার বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

দু’দিন বিরতির পর শুক্রবার থেকে রংপুর-খুলনা ম্যাচ দিয়ে বিপিএলের পঞ্চম আসরের তৃতীয় ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম পর্ব শুরু হবে।

পিএনএস: জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন