ঢাকার টার্গেট ১৪৩

  21-11-2017 08:57PM

পিএনএস ডেস্ক : বিপিএলের ঢাকা পর্ব-১ এর শেষ ম্যাচে ক্রিস গেইলের অর্ধশতকের ওপর ভর করে ১৪২ রান করে রংপুর। ফলে জয়ের জন্য ঢাকা ডায়নামাইটসের টার্গেট দাঁড়িয়েছে ১৪৩ রান।

এদিন, টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ৬ রানে ব্রেন্ডন ম্যাককালাম ফিরে গেলেও ব্যাট হাত ঝড় তুলে টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন গেইল। দলীয় ৭১ রানে আউট হওয়ার আগে ২৮ বলে ৫টি চার আর চারটি ছক্কায় করেন ৫১ রান।

তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুন ২৬ বলে করেন ২২ রান। শাহরিয়ার নাফিসের ব্যাট থেকে আসে ৯ রান। কিছুটা উপরে ব্যাটিংয়ে এসে রংপুর দলপতি মাশরাফি ১১ বলে একটি চার আর একটি ছক্কায় করেন ১৫ রান।

৯ বলে একটি করে চার ও ছক্কায় ১৫ রান করে বিদায় নেন থিসারা পেরেরা। আর শেষ ওভারে এক মালিঙ্গার একটি রান ছাড়া বাকি ৪ বলেই পড়েছে রংপুরের চার উইকেট।

রংপুর ও ঢাকার এই ম্যাচের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শেষ হচ্ছে ঢাকা-১ পর্ব। এরপর বিপিএল যাবে চিটাগংয়ে।

বন্দরনগরী ছেড়ে আবারো বিপিএল ফিরবে ঢাকায়।

পিএনএস: জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন