বিমানবন্দর থেকেই শ্রীলঙ্কার ৯ ক্রিকেটারকে ফেরত

  06-12-2017 03:19AM

পিএনএস ডেস্ক:ভারত-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে চলমান বিতর্ক যেন শেষ হতে চাইছে না। দিল্লির বায়ু দূষণ নিয়ে বিতর্ক চলছে। তারমধ্যে আরও বড় বিতর্ক যোগ হলো ওয়ানডে সিরিজের আগে।

সূত্রের খবর অনুযায়ী, ওয়ানডের দল নির্বাচন নিয়ে খুশি নন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর। ভারতে খেলতে আসার জন্য কলম্বো বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন ওয়ানডে দলে জায়গা পাওয়া নয় ক্রিকেটার। মন্ত্রীর নির্দেশে তাদের ফিরিয়ে আনা হয়।

ভারতে আসার জন্য বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন অধিনায়ক থিসারা পেরেরা, উপুল থরঙ্গারা। বাঁ-হাতি স্পিনার সচিত পতিরাণা বিমানে উঠে পড়েছিলেন। বাকিরা বিমানে ওঠার জন্য তৈরি। ঠিক সেই সময়ে তাদের বলা হয় ফেরত চলে আসতে। কারণ হিসেবে বলা হয়, ক্রীড়ামন্ত্রকের অনুমোদন নেই।

যার ফলে সেই নয় ক্রিকেটারের আর যাওয়া হল না।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন