আজ সাকিব-মাশরাফি যুদ্ধ!

  06-12-2017 12:34PM


পিএনএস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর প্রায় সমাপ্তির পথে। দিনের প্রথম খেলায় পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে টেবিলের চতুর্থ স্থানের দল রংপুর রাইডার্স। ইতোমধ্যে দুই দলেরই প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে।

খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১ টায়।

বুধবারের ম্যাচটি রংপুরের জন্য ততটা গুরুত্বপূর্ণ না হলেও ঢাকার জন্য বিশাল সুযোগের নাম। এ ম্যাচে ঢাকা যদি রংপুরকে হারাতে পারে। তাহলে ঢাকা উঠে যাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। এতে খুলনা নেমে আসবে তৃতীয়তে।

খুলনা আসরে তাদের সব গুলো ম্যাচ খেলে অর্জন করেছে ১৫। ঢাকা যদি রংপুরকে হারাতে পারে তাহলে ঢাকারও পয়েন্ট হবে ১৫। আর রান রেটে খুলনা থেকে বেশ এগিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এতে ঢাকা উঠে যাবে টেবিলের দ্বিতীয় স্থানে। আর সুযোগ পাবে দুইটি কোয়ালিফাই ম্যাচ খেলার।

তবে খুলনাকে একমাত্র রক্ষা করতে পারবে রংপুর রাইডার্স। ম্যাচটি রংপুরের জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও শেষ চারের প্রস্তুতি হিসেবে ম্যাচটির প্রতি বেশ নজর থাকবে মাশরাফিদের। আর রংপুর যদি এ ম্যাচে ঢাকাকে হারাতে পারে তাহলে পয়েন্ট টেবিলে কোন প্রকার পরিবর্তন আসবে না। সস্তি ফিরে পাবে খুলনা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন