ঢাকার অনুশীলনে মোসাদ্দেক-আমিরের হাতাহাতি!

  08-12-2017 11:03AM

পিএনএস ডেস্ক: চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্ব শেষে চারদল এখন ফাইনাল স্বপ্নে বিভোর। শুক্রবার শুরু হয়ে যাবে ফাইনালে ওঠার লড়াই। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে মেজাজ হারালেন ঢাকা ডায়নামাইটসের দুই গুরুত্বপূর্ণ সদস্য মোসাদ্দেক হোসেন সৈকত ও পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। অনুশীলনে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এই দুজন। যদিও মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছেন এটা নিছক মজা ছিল। অনুশীলনে এভাবেই মজা করেন তারা।

বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে ঢাকা ডায়নামাইটস। অনুশীলনের অংশ হিসেবে ফুটবল খেলতে থাকেন ঢাকা ডায়নামাইটসের ক্রিকেটাররা। একটা পর্যায়ে দেখা যায়, মোসাদ্দেকের ওপর ক্ষেপে গেছেন আমির। মূলত ফুটবল খেলার সময় মোসাদ্দেকের করার ট্যাকল পছন্দ হয়নি আমিরের।

তাতে মোসাদ্দেককে উদ্দেশ্য করে কিছু বলে ওঠেন মেজাজ হারানো আমির। মোসাদ্দেকও কিছু একটা বলছিলেন। এরপর মোসাদ্দেককে ধাক্কা দিয়ে বসেন আমির। এমন অবস্থায় দলের সিনিয়র ক্রিকেটার যারা আছেন, সাকিব আল হাসান, শহীদ আফ্রিদিরা এগিয়ে যান। দুজনকে ঠান্ডা করে হাত মিলিয়ে দেন। যদিও মোসাদ্দেক বলছেন এমন কিছুই নয়। সবটাই মজা ছিল।

সম্পর্কে জানতে চাইলে ঢাকার এই তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের সিনিয়র কয়েকজন খেলোয়াড় আছেন দলে। রনি, মারুফ ভাই, আমি সরাদিন একেকজনের পেছনে লেগে থাকি। সারাদিন ফাজলামি-দুষ্টুমি করি। ওটা আমাদের একটা দুষ্টুমির মতোই। সিরিয়াস কিছু না। আমরা শুধু মজা করছিলাম। এছাড়া কিছুই না।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন