মাশরাফিকে নিয়ে যা বললেন গেইল!

  13-12-2017 09:22PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট মানেই হল মাশরাফি। কারণ মাশরাফির অধীনেই দেশের ক্রিকেট আজ এতদূর। সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরেও নিজের দারুণ অধিনায়কত্ব ও পারফরম্যান্সের ফলে এসেছে অসাধারণ জয়। গতকাল ঢাকার বিপক্ষে জয় পেয়ে বিপিএল পঞ্চম আসরের শিরোপা উঠে তার হাতে।


এরই ফলে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। সেই সাথে বিপিএলে চতুর্থ শিরোপা হতে উঠে মাশরাফির। এর আগে ঢাকার হয়ে ২টি, কুমিল্লার হয়ে ১টি ও এবার রংপুরের হয়ে নেন নিজের চতুর্থ শিরোপা। আর এই মাশরাফিতে মজেছেন রংপুরের ব্যাটিং দানব ক্রিস গেইল।

মাশরাফির প্রশংসা করে তিনি বলেন, 'মাশরাফি অবশ্যই অসাধারণ অধিনায়ক। অনেক অভিজ্ঞ একজন। মানুষ হিসেবেও দারুণ। পাগলাটে সব কথায় সবাইকে হাসিয়ে নির্ভার করে দেয়। ম্যাশের নেতৃত্বে খেলা তাই সবসময়ই দারুণ। '

এমনকি কখনোই মাশরাফি হাল ছাড়ে না এমনটি বলে তিনি বলেন, 'ও প্রতি ম্যাচের শেষ দেখে। ও অনেক ভালো শ্রোতাও বটে। পাশাপাশি ও সবাইকে শ্রদ্ধাও করে অনেক। ' গেইলের ব্যাটিং তাণ্ডবেই জয় পেয়েছে রংপুর রাইডার্স। ৬৯ বলে ১৮টি ছয় ৫টি চারে ১৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন