তিন দেশের মেয়েরা আসছে আজ

  15-12-2017 12:23AM

পিএনএস ডেস্ক: প্রথম সাফ অনূর্ধ্ব-১৫ বালিকা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তিন অতিথি দল ভারত, নেপাল ও ভুটান ঢাকায় আসছে শুক্রবার। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে চার জাতির এ বালিকা চ্যাম্পিয়নশিপ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সদস্য দেশ ৭টি হলেও নারীদের বয়সভিত্তিক এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে না পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকা।

বিদেশি তিন দলের মধ্যে সবার আগে আসবে ভুটান। সকাল পৌনে ৯টায় পাহাড়ি এ দেশটির ঢাকায় পৌঁছানোর কথা। ভুটানের পরপরই আসবে ভারত। তাদের ঢাকা আসার সিডিউল আছে সোয়া ৯টার দিকে। সবার শেষে আসবে নেপাল বিকেলে সোয়া ৩টায়। টুর্নামেন্টের বিদেশি অফিসিয়ালরা আসতে শুরু করেছেন আজ (বৃহস্পতিবার) থেকে। আগামীকালের (শুক্রবার) মধ্যে সবাই চলে আসবেন।

বালিকাদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে ভারত-ভুটান ম্যাচ দিয়ে। রোববার সকালে সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। বিকেলে সাড়ে ৪টায় নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

দল মাত্র চারটি হওয়ায় টুর্নামেন্ট হবে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে ট্রফি জয়ের লড়াইয়ে। বয়সভিত্তিক ফুটবলে দলগুলো সম্পর্কে আগাম ধারণা করা কঠিন। তবে স্বাগতিক হিসেবে বাংলাদেশ এ টুর্নামেন্ট শুরু করবে ফেভারিট হিসেবেই। আর বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ যে ভারত, তা বলার অপেক্ষা রাখে না। যদিও নারীদের ফুটবলে নেপাল এগিয়ে যাচ্ছে দ্রুত। তারাও হতে উঠতে পারে ট্রফির দাবিদার।

তবে বাংলাদেশের এ দলটি অনেক অভিজ্ঞ। গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ বালিকা চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া ১১ ফুটবলার আছেন এ দলে। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও আছেন এই দলটিতে। তাই বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক ঘরের এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আশাবাদী।

টুর্নামেন্টের সূচি
১৭ ডিসেম্বর : ভারত-ভুটান (বেলা ১১.৩০ মি.)
: বাংলাদেশ-নেপাল (বিকেলে ৪.৩০ মি.)
১৯ ডিসেম্বর: বাংলাদেশ-ভুটান(বেলা ১১.৩০ মি.)
: নেপাল-ভারত (বিকেলে ৪.৩০ মি.)
২১ ডিসেম্বর: বাংলাদেশ-ভারত বেলা ১১.৩০ মি.)
: নেপাল-ভুটান (বিকেলে ৪.৩০ মি.)
২৪ ডিসেম্বর: ফাইনাল (বিকেল ৪ টা)

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন