ফিক্সিংয়ের কালো ছায়া ঐতিহ্যবাহী অ্যাশেজে

  15-12-2017 11:13AM


পিএনএস ডেস্ক: স্পট-ফিক্সিংয়ের কালো ছায়ার অভিযোগ উঠল ঐতিহ্যবাহী অ্যাশেজেও। পার্থের ওয়াকায় বৃহস্পতিবার শুরু হওয়া তৃতীয় টেস্ট লক্ষ্যবস্তু জুয়াড়িদের। এমন দাবিতে উত্তাল হয়ে উঠেছে অস্ট্রেলিয়াসহ পুরো ক্রিকেট বিশ্ব।

ফিক্সিং হতে পারে এমন অভিযোগের তথ্য নিয়ে ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়া।

ব্রিটিশ দৈনিক দ্য সান অনুসন্ধান চালিয়ে দুই ভারতীয় জুয়াড়ির সঙ্গে গোপনে আলোচনা করেছে। যেখানে সোর্বেস জোবান ও প্রিয়ানাক সাক্সেনা নামে দু’জন দাবি করেছে, অ্যাশেজের পুরোটায় তারা প্রভাব বিস্তার করতে পারবে। যেমন এক ওভারে কত রান হতে পারে, সেটা নাকি বলে দিতে পারবে তারা। যেখানে চলতি পার্থ টেস্টটাকেই নাকি লক্ষ্যবস্তু করেছে জুয়াড়িরা।

তবে এই রিপোর্টে নির্দিষ্ট কোনো দল বা কোনো ক্রিকেটারের নাম উল্লেখ করা হয়নি। ক্রিকেটের এই জুয়ায় এক লাখ ৮৭ হাজার মার্কিন ডলারের মতো ব্যবহার হচ্ছে বা হয়েছে, এমনটাই উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সানের চার মাসের অনুসন্ধানে জানা যায়, দুই জুয়াড়ি গোপনে অস্ট্রেলিয়ান খেলায় একজন ‘সাইলেন্ট ম্যান’এর সঙ্গে ম্যাচ পাতিয়ে আসছে ভারতীয় দুই জুয়াড়ি।

সাবেক বয়সভিত্তিক ক্রিকেটার জোবান ও টোবাকো ব্যবসায়ী এবং জুয়াড়ি সাক্সেনার দাবি, ক্রিকেটারদের সঙ্গে তারা সংকেত দিয়ে কাজ করেন ফিক্সিং করতে। যেখানে তারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে, যেমন গ্লাভস পরিবর্তন করে থাকে।

সানের গোপন সংবাদদাতাকে জোবান বলেছে, ‘আমি অ্যাশেজে আপনাকে কাজ করে দেখাব। সেশনে রান, হয়তো প্রথম, দ্বিতীয় অথবা তৃতীয়দিনে। আমরা দুই সেশন কাজ করি, এক সেশনে খরচ পড়ে ৬০ লাখ রুপি (ভারতীয়), দুই সেশনে ১ লাখ ২০ হাজার রুপি।’

উদ্বেগ প্রকাশের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে আইসিসি। তবে সংস্থার দুর্নীতিবিরোধী বিভাগের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। মার্শাল জানিয়েছেন, পার্থ টেস্টে ফিক্সিং অভিযোগের কোনো প্রমাণ বা দলিল পাননি তারা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন