মাশরাফিকে নিয়ে যা বলে অবাক করলেন বিশ্বের সেরা ক্রিকেটাররাও!

  15-12-2017 07:33PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের পোস্টার-পারসন হয়ে ওঠেছেন মাশরাফি বিন মর্তুজা। তারই নের্তৃত্বে টাইগারদের হাতে ধরা দিয়েছে সর্বাধিক সাফল্য। বিপিএলের পাঁচ আসরের মধ্যে চারবারই অধিনায়ক হিসেবে মাশরাফি শিরোপা জিতেছেন। ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই লড়াকু ক্রিকেটার কেবল দেশেই তুমুল জনপ্রিয় নন, তার নের্তৃত্বের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের সেরা ক্রিকেটাররাও। এরকম কিছু মন্তব্যে চোখ রাখা যাক-

বাংলাদেশের ক্রিকেটের এ যাবৎকালে সেরা ক্যাপ্টেন। ড্রেসিং রুমের প্রাণ, মাঠ আর মাঠের বাইরে জুনিয়রদের কাছে বরাবর আদর্শের নামই মাশরাফি — আতাহার আলী (বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ক্রিকেটের ধারা ভাষ্যকার)।

আমাদের সৌভাগ্য আমরা মাশরাফির যুগে জন্মেছিলাম — আমিনুল ইসলাম বুলবুল (সাবেক ক্যাপ্টেন, বাংলাদেশ)।

আমার দুর্ভাগ্য, আমি মাশরাফির সাথে এক টিমে খেলতে পারিনি — ব্রায়ান লারা (সাবেক অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ)।

পৃথিবীতে দুই ধরনের বোলার আছে। এক মাশরাফি আর অন্যটি বাকি সব — গ্লেন মেগ্রা (সাবেক ফাস্ট বোলার, অস্ট্রেলিয়া)

আমার সৌভাগ্য, আমাকে কোনোদিন মাশরাফির বল মোকাবেলা করতে হয় নি– স্যার ভিভ রিচার্ডস (লিজেন্ড ব্যাটসম্যান, ওয়েস্ট ইন্ডিজ)

অধিনায়ক তো অনেকেই আছেন, মা আছেন কয়জন? — মাশরাফির ব্যাপারে ইঙ্গিত করে এডাম গিলক্রিস্ট (সাবেক উইকেটকিপার, অস্ট্রেলিয়া)

আপনি যদি মাশরাফির পুরো এক ওভার স্বাচ্ছন্দ্যে খেলে ফেলতে পারেন তার মানে একদিন আপনি লিজেন্ড হবেন– ভিভিএস লাক্সম্যান (সাবেক ব্যাটসম্যান, ইন্ডিয়া)

নেতা, মানুষ আর খেলোয়াড় এই তিনটি শব্দ যোগ করলে মাশরাফির মতো কোনো ক্রিকেটার এর আগে কোনোদিন ক্রিকেটবিশ্ব দেখেনি — নাসের হোসাঈন (সাবেক ক্যাপ্টেন, ইংল্যান্ড)।

তোমরা আমাকে একজন মাশরাফি দাও, আমি তোমাদের এগারোটা “সোনার টুকরো” (ক্রিকেটার) উপহার দিবো — শন পলক (সাবেক অধিনায়ক, দক্ষিন আফ্রিকা)।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন