শ্রীলঙ্কার জন্য সুসংবাদ

  16-12-2017 10:25AM


পিএনএস ডেস্ক: ভারতের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে ম্যাচে খেলবেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। মোহালিতে ব্যাটিং করার সময় ক্র্যাম্পের ইনজুরিতে পড়েছিলেন তিনি। তাই সিরিজের শেষ ওয়ানডেতে ম্যাথুজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়। কিন্তু সেই সংশয় কেটে গেছে। শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট থেকে আজ জানানো হয়েছে, ‘বিশাখাপত্তমে খেলবেন ম্যাথুজ।’

গত বুধবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চার নম্বরে ব্যাটিং করতে নামেন ম্যাথুজ। ভারতের ছুঁড়ে দেয়া ৩৯৩ রানের টার্গেটে বড় ইনিংস খেলতে ব্যর্থ শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। তবে এক প্রান্ত আগলে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে ১৯৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন ম্যাথুজ।

২০০৮ সালের নভেম্বরে ওয়ানডে অভিষেকের পর ২০১৪ সালের নভেম্বরে রাঁচিতে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষেই ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিরও স্বাদ নেন ম্যাথুজ।

৯টি চার ও ৩টি ছক্কায় ১৩২ বল মোকাবেলা করে অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথেই ক্র্যাম্পে ইনজুরিতে পড়েন ম্যাথুজ। যার প্রেক্ষিতে তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সংশয় সৃষ্টি হয়। তবে শুক্রবার অনুশীলন পর্ব শেষে ম্যাথুজের খেলার বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কার ম্যানেজার আশাঙ্কা গুরুসিনহা বলেন, ‘দ্বিতীয় ওয়ানডের পর ব্যাথা অনুভব করছিলো ম্যাখুজ। আজ (শুক্রবার) ফিটনেস পরীক্ষা হয়েছে। নেটে বোলিং-ব্যাটিং ভালোভাবেই করেছে সে। তাই তৃতীয় ওয়ানডেতে খেলবেন ম্যাথুজ।’

ওই ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মার অপরাজিত ২০৮ রানের সুবাদে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিলো ভারত।

আগামী ১৭ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে ভারত ও শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন