ধাওয়ানের সেঞ্চুরিতে ভারতের সিরিজ জয়

  18-12-2017 02:33AM

পিএনএস ডেস্ক: প্রথমে ভারতীয় বোলাররা আলো ছড়ালেন, পরের সময়টায় ব্যাট হাতে আলো ছড়ালেন শেখর ধাওয়ান। তার দুর্দান্ত এক সেঞ্চুরি ইনিংসে ভর করে বিশাখাপত্তমে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হেসে-খেলে হারিয়েছে ভারত। ১০৭ বল আর ৮ উইকেট হাতে রেখে পাওয়া জয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।

শ্রীলঙ্কার পক্ষে একাই লড়েছেন উপুল থারাঙ্গা। উদ্বোধনী এই ব্যাটসম্যান ৮২ বলে ৯৫ রানের এক ইনিংস খেলে আউট হন। ঝড়ো এই ইনিংসটিতে ১২টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান থারাঙ্গা। বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেউ ফিফটিও পাননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন সাদিরা সামরাবিকরা।

২১৬ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। ৭ রান করে আকিলা ধনঞ্জয়া ঘূর্ণিতে বোল্ড হন এই ওপেনার। তবে শুরুর এই চাপটা আর ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে শ্রেয়াস আয়ারকে নিয়ে ১৩০ রানের বড় জুটি গড়েন ধাওয়ান।

আয়ার ৬৩ বলে ৬৫ করে ফিরলেও ধাওয়ান সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ৮৫ বলে ১০০ রান নিয়ে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন তিনি। এই ইনিংসে ১৩টি চার আর ২ ছক্কা মারেন ধাওয়ান। দিনেশ কার্তিক করেন ২২ রান।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন