শ্রীলঙ্কা ফিরে যাচ্ছেন ম্যাথিউজ

  21-01-2018 12:10PM

পিএনএস ডেস্ক: ইনজুরির সাথে লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউসের সখ্যতা বেশি। সেই সখ্যতার আরেক প্রমাণ হলে চলতি ত্রিদেশীয় সিরিজের। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ রানের ব্যবধানে হারে শ্রীলঙ্কা। সেই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন অধিনায়ক ম্যাথিউস। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচও খেলতে পারেননি ম্যাথিউস।

শুধু তাই নয় পুরো সিরিজ থেকেই ছিটকে পড়তে হয়েছে তাঁকে। তাই চন্ডিকা হাথুরুসিংহের মাথায় হাত। বাংলাদেশ ও জিম্বাবুয়ের হেরে প্রায় অনিশ্চিত ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

সুত্র জানিয়েছে, ইতোমধ্যেই শ্রীলঙ্কান বিমানের টিকিট কেটেছেন ম্যাথিউস। রবিবার এই লঙ্কান ক্রিকেটার দেশে ফিরে যাচ্ছেন। চান্দিমালই বাকি সিরিজ নেতৃত্ব দিবেন। ম্যাথিউসের বদলি ক্রিকেটার হিসেবে ত্রিদেশীয় সিরিজে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমার। আর রবিবার বাঁচা মরার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ প্রথম ম্যাচে জয় পাওয়া জিম্বাবুয়ে। এখন দেখা যাক অধিনায়কের অনুপস্থিতিতে কতটা কি করতে পারে হাতুরুসিংহে এর নতুন শিষ্যরা।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে আঙ্গুলের ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়া সফর ও ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ মিস করেছিলেন ম্যাথিউস। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে আবারও ক্রিকেটে ফেরেন তিনি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন