স্ট্যাম্প মাইকে ধরা পড়ল বিরাটের স্লেজিং!

  15-02-2018 05:38AM

পিএনএস ডেস্ক: ক্রিকেটার হিসেবে বিরাট কোহলি বরাবরই আগ্রাসী মেজাজের। নেতৃত্বের দায়ভার হাতে নিয়েও স্বভাবসিদ্ধ আগ্রাসন এখনও চোখে পড়ে কোহলির মধ্যে। চিরপরিচিত সেই ঔদ্ধত্য থেকেই স্লেজিং করতে পিছপা হন না ভারত অধিনায়ক। সেন্ট জর্জেস পার্কে চোখে পড়ল এমনই টুকরো মুহূর্ত। বলা ভাল, স্ট্যাম্প মাইকে ধরা পড়ল বিরাটের মিস্টি কথার স্লেজিং৷

আইপিএলে আরসিবির সতীর্থ তাবরাইজ শামসি যখন ব্যাট করতে নামেন, কোহলি তাকে সতর্ক করার ছলে ভয় দেখানোর চেষ্টা করেন। পিচের বাউন্স ব্যবহার করে ভারতীয় বোলাররা যখন প্রোটিয়া ব্যাটিং লাইনআপে ভাঙন ধরিয়েছেন, ঠিক সেই সময় কোহলি শামসিকে জিজ্ঞাসা করেন তিনি চেস্ট গার্ড নিয়ে ব্যাট করতে নেমেছেন কি না।

কোহলি বলেন, ‘চেস্ট প্যাড শাম্মো (শামসি), তুমি কি চেস্ট প্যাড পরেছ?’ শামসি কোনও উত্তর না দিলেও প্রথম বলেই কুলদীপকে তুলে মারতে গিয়ে আউট হন। কোহলির স্লেজিং প্রোটিয়া তারকাকে অযথা ঝুঁকি নিতে প্ররোচিত করেছিল কি না, তা নিয়ে গবেষণার অবকাশ থেকে যায় বৈকি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন