ক্রিকইনফোর বর্ষসেরায় নেই কোন বাংলাদেশি

  19-02-2018 04:13PM

পিএনএস ডেস্ক: প্রতি বছরের মত বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৭ সালে ক্রিকেটারদের বর্ষসেরা পারফরম্যান্সের তালিকা ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইসএসপিএন-ক্রিকইনফো।

ক্রিকইনফো অ্যাওয়ার্ডের ১১তম আসর এবার। সেজন্য দশটি ক্যাটাগরিতে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পুরস্কার জয়ীদের তালিকায় অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে নাম থাকলেও নেই কোন বাংলাদেশি ক্রিকেটার।

শুরুতে তিন ধরনের ক্রিকেটে ব্যাটিং, বোলিংয়ে সেরা পারফরম্যান্স বাছাই করেছে ওয়েবসাইটটি। পরে সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রিকইনফোর সিনিয়র সম্পাদকদের নিয়ে গঠিত জুরি বোর্ডের ভোটে নির্বাচিত করেছে সেরা পারফর্মারকে।

এবারের জুড়ি বোর্ডে ছিলেন অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, পাকিস্তানের রমিজ রাজা, সাউথ আফ্রিকার ড্যারিল কালিনান, ভারতের অজিত আগারকার এবং ক্রিকইফোর সিনিয়র এডিটর মার্ক নিকোলসন।

তাদের ভোটে সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার জিতে নিয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। টেস্ট বোলিং অ্যাওয়ার্ড পেয়েছেন অজি স্পিনার নাথান লায়ন।

গত বছর পুনেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত জয়ে ভূমিকা ছিল স্টিভেন স্মিথের ১০৯ রানের ইনিংসের। ওই ইনিংসই পেয়েছে বছর সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্সের তকমা। আর বেঙ্গালুরুতে রবিচন্দন অশ্বিনের ৪১ রানে ৬ উইকেট নেয়া ম্যাচে ৫০ রানে ৮ উইকেট নিয়েছিলেন লায়ন। সেই বোলিং তাকে ক্রিকইনফোর পুরস্কার এনে দিয়েছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন