ওয়ানডে র‌্যাংকিংয়ে ইতিহাস গড়লেন রশিদ খান

  21-02-2018 09:03AM

পিএনএস ডেস্ক: ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে র‍্যাংকিংয়ের এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান।

ক্রিকেট বিশ্বের নতুন ‘সেনসেশন’রশিদ খানের বয়স ১৯ বছর ১৫৩ দিন। ভারতের জাসপ্রিত বুমরার সাথে যৌথভাবে এক নম্বর স্থানে আছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার ইমরান তাহিরের স্থলাভিষিক্ত হয়েছেন রশিদ। ইমরান তাহির ষষ্ঠ স্থানে রয়েছেন।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজে ৫ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন রশিদ খান। ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা পালন করেছেন তিনি।

যার ফলে ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন তিনি।

জিম্বাবুয়ে ও আফগানিস্তান সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে আফগান ক্রিকেট দল। যার ফলে জিম্বাবুয়েকে টপকে র‍্যাংকিংয়ের সেরা দশে ঢুকেছে আফগানিস্তান।

রশিদ খান ৩৭ ম্যাচে ৮৬ উইকেট নিয়েছেন। যার বোলিং গড় ১৩.২৬।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৭ সালে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। যেটা রশিদ খানের সেরা বোলিং ইনিংস।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন