পতেঙ্গায় বিমানের পৃষ্ঠপোষকতায় গলফ টুর্নামেন্ট

  23-02-2018 07:19AM



পিএনএস ডেস্ক: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় আগামী ২৩-২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় শাহীন গলফ ও কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমান বাংলাদেশ গলফ টুর্নামেন্ট-২০১৮।

বাংলাদেশের জাতীয় গলফ ফেডারেশনের অধীনস্থ বিভিন্ন গলফ ক্লাবের ১৭৫ জন প্রতিযোগী টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করছে।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মুহাম্মদ ইনামুল বারী ২৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

তিনি জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিমান এ কাজগুলো রুটিনওয়ার্কের মতো করে আসছে। ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতায় ঐতিহ্য রয়েছে বিমানের। এদেশের খেলাধুলা উন্নয়নে বিশেষ করে ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিসে বিমান বিগত দশকসমূহে পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন