সাকিবকে নিয়েই আজ মাঠে নামছে বাংলাদেশ!

  16-03-2018 01:35PM

পিএনএস ডেস্ক:শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে আজ ‘মাস্ট উইন ম্যাচে’ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এদিকে হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে টাইগার শিবিরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে তাকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।। এর আগে, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন সাকিব।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এটিই শেষ লিগ ম্যাচ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে যারা জিতবে তারাই উঠে যাবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে। প্রথম ম্যাচ হারের পর টানা তিন জয়ে ইতোমধ্যেই শিরোপা নির্ধারণীতে পা রেখেছে ভারত। ফাইনালে টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে কারা তা জানা যাবে আজকের ম্যাচ শেষে।

এর আগে ঢাকায় লঙ্কানদের বিপক্ষে গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে বাম হাতের আঙুলে মারাত্মক চোট পাওয়ার পর থেকে খেলার বাইরে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। তবে ব্যথা সেরে ওঠায় এখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন ত্রিশ বছর বয়সী সাকিব। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংও করতে পারছেন সাবলীলভাবে। ম্যাচ খেলার মতো ফিট বলেই তাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন