অবহেলার জবাব!

  16-03-2018 11:50PM



পিএনএস ডেস্ক: নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যাওয়ার পর বাংলাদেশকে আমন্ত্রণ জানানোয় বোর্ডের সমালোচনা করেছিলেন শ্রীলঙ্কান সাংবাদিকরা। সেই শ্রীলঙ্কাকে হারিয়েই ফাইনালে গেল বাংলাদেশ। শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ১৬০ রানের লক্ষ্য দুই উইকেট হাতে রেখে পেরিয়ে যায় টাইগাররা। এ নিয়ে টি-টোয়েন্টির আন্তজার্তিক কোনো টুর্নামেন্টে পরপর দুই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেল বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসের শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করছিল টানটান উত্তেজনা। ইসুরু উদানার করা ম্যাচের শেষ ওভারের প্রথম বলটি ওয়ান বাউন্স সিগন্যাল দেন আম্পায়ার। পরের বলটি প্রথম বলটির চেয়ে আরও উপর দিয়ে যায়। পরপর দুইটি বল এমন বাউন্স হলে দ্বিতীয় বলটি নো বল হওয়ার কথা। কিন্তু আম্পায়ার নো বলের কল না দেয়ায় রান আউটের শিকার হন মোস্তাফিজ। এ নিয়ে কিছুক্ষণ বচসা হয় মাঠে। পরে আউট মেনে নিয়ে ব্যাটিং প্রান্তে যান মাহমুদউল্লাহ। ২০তম ওভার শেষ হতে বাকি দুই বল। জয়ের জন্য প্রয়োজন ছয় রান। ইসুরু উদানার ৫ম বল লেগ সাইডে সজোরে ব্যাট চালান মাহমুদুল্লাহ। পুরো স্টেডিয়ামে পিনপতন নীরবতা। পর্দায় খেলা দেখা দর্শকরাও যেন এক মুহূর্তের জন্য দম করেন। আকাশে উড়তে উড়তে বল পড়ল গ্যালারিতে। ওওওওওওওও চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে দিলেন বাংলাদেশিরা। রোমাঞ্চকর এক জয়। চিৎকার করতে করতে মাঠে এসে মাহমুদউল্লাহকে জাপটে ধরলেন সহ খেলোয়াড়রা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন