হাজারি ক্লাবে মাহমুদউল্লাহ

  18-03-2018 08:58PM

পিএনএস ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তুলে দিয়েছেন এই অলরাউন্ডার। আজ সিরিজের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৪ রান করেই অনন্য এক মাইলফলকে পৌঁছালেন মাহমুদউল্লাহ রিয়াদ।

চার উইকেট হারিয়ে ভারতের সামনে ধুঁকছে বাংলাদেশ। ১৬* রানে সাব্বিরের সাথে ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

২০০৭ সালের জুলাই মাসে টি-টোয়েন্টি ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হয় মাহমুদউল্লাহর। এরপর থেকে প্রায় এক যুগে বাংলাদেশের হয়ে ৬৬ ম্যাচ খেলে ৩ ফিফিটিতে করেছেন ৯৯৬ রান। আজকের ম্যাচেই প্রবেশ করেছেন হাজারি ক্লাবে।

গত খেলায় উত্তেজনার পারদ যখন সর্বোচ্চ অবস্থানে ঠিক ওই সময় প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি মাহমুদউল্লাহ। বোলার উদানাকে উড়িয়ে মেরে সীমানা পার করে দলের বিজয়নিশান উড়ান।

অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে ১৫৩ ম্যাচ খেলে ৩৩২৭ রান করার পাশপাশি বল হাতে নিয়েছেন ৭০ উইকেট। টেস্টের সাদা পোশাকেও দেশের হয়ে অবদান রেখেছেন ময়মনসিংহের এই ক্রিকেটার। ৩৭ টেস্টের ২০৬৫ রান সংগ্রহ করার পাশাপাশি ৩৯ উইকেট নেন তিনি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন