সুযোগ ফসকে গেল বাংলাদেশের!

  19-03-2018 01:47PM

পিএনএস ডেস্ক: গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেট। ক্ষণে ক্ষণে রং বদলায় ক্রিকেটে। কখনো চার-ছয়ের ফুল ঝুড়িতে রেকর্ড বইয়ে একের পর এক গদ্য লিখে যান ব্যাটসম্যানরা। আবার কখনো শিকারি বেশে হাজির হয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নেন বোলাররা। আবার ক্রিকেট মানেই উন্মামাদনা, উত্তেজনার পারদ বাড়িয়ে দেওয়া মুহূর্তের খনি।

নিদাহাস ট্রফির ফাইনালে সেই উত্তেজনার পারদ শতভাগ ছড়াতে পেরেছে ভারত ও বাংলাদেশ। শেষ মুহূর্ত পর্যন্ত দর্শকদের স্নায়ুচাপ বাড়িয়েছেন সৌম্য এবং দিনেশ কার্তিক। শেষ ওভারের শেষ বল পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গেছেন টান টান উত্তেজনায়। আর ম্যাচ শেষে সাকিবও বলেছেন সেই স্নায়ু চাপের কথা। 'এর চেয়ে ভাল ফাইনাল আর কি হতে পারে? অামি মনে করি আমরা অনেক ভাল খেলেছি, যে কেউ এরকম ম্যাচে জিততে পারে। কিন্তু ভারত তাদের স্নায়ুচাপটা ভালভাবেই মোকাবেলা করেছে।'

আর তাই বলতেই হচ্ছে স্নায়ু চাপের ভারটা বইতে পারেনি বাংলাদেশ। তবে রুবেলের ওভারটাতেই বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ফসকে গিয়েছিল। সেই সঙ্গে ফসকে যায় শিরোপা জয়ের সুযোগও। অধরাই থেকে গেল ফাইনালে শিরোপা জয়ের স্বাদ।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন