মেসিকে ম্যারাডোনার পরামর্শ

  16-04-2018 10:00AM

পিএনএস ডেস্ক:রোমার কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ৩-০ গোলে হেরে ছিটকে গেছে মেসির বার্সেলোনা। প্রথম লেগে ৪-১ গোলে জিতেছিল বার্সা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ উঠে গেছে সেমিফাইনালে। এসব কারণেই ওই পরাজয়ের পর আর্জেন্টাইন তারকা মেসি হতাশ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বার্সা কোচ আরনেস্টো ভালভারদে। তবে, মেসিকে হতাশা ভুলে যাবার উপদেশ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মহাতারকা এবং মেসির সাবেক কোচ দিয়েগো ম্যারাডোনা।

বার্সা কোচ ভালভারদে জানিয়েছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে থেকে বিদায় নেওয়ায় মেসিই বেশি হতাশ। তবে এই অবস্থা মোকাবেলা করতে হবে এবং তাকে দুর্দান্তভাবে আবারও মাঠে ফিরতে হবে। মেসি তার ক্যারিয়ার জুড়ে অনেক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তাই এবারও সে জিততে চেয়েছিল। কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি খুব কঠিন লিগ। তাছাড়া একটি ম্যাচে একটা দলই কেবল জিততে পারে। একা কারও পক্ষে এটি সম্ভবও নয়।’

স্বদেশী তারকাকে কিংবদন্তি ম্যারাডোনা পরামর্শ দিয়ে জানিয়েছেন, ‘এমন হারের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে মেসির উচিত এবার বিশ্বকাপে মন দেওয়া। বার্সা হেরে গেছে, তাতে তাদের কোনো সমস্যা নেই। এরপরও ক্লাবটি লা লিগা এবং কোপা দেল রে শিরোপা জিততে পারবে। কিন্তু মেসির আরও বেশি দরকার রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ জেতা।’

ম্যারাডোনা আরও জানান, ‘আমার মতে, মেসির উচিত নিজেকে তৈরি করা। আরও ভালো করে প্রস্তুতি নেওয়া। আমিও মেক্সিকো বিশ্বকাপের আগে আলাদা করে প্রোফেসর দেল মন্তের কাছে গিয়ে অনুশীলন করেছিলাম। নাপোলিকে (ম্যারাডোনার সাবেক ক্লাব) সেই সময় বলেছিলাম, তোমাদের ভালোবাসি। তোমাদের অনেক কিছু দিয়েছি। কিন্তু আমার কাছে জাতীয় দলই আগে।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন