বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ যে ৬ ক্রিকেটার

  18-04-2018 08:07PM

পিএনএস ডেস্ক : বাজে পারফর্মেন্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ৬ জন ক্রিকেটার।

বুধবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিসিবি প্রধান নাজমুল হাসান।

তিনি জানান, বাজে পারফর্মেন্সের কারণে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৬ জন ক্রিকেটারকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাদ পড়া ছয় ক্রিকেটার হলেন- সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ।

২০১৭ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটার হলেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন