বাদ পড়া ছয় ক্রিকেটারদের পাশে দাড়ালেন মাশরাফি

  19-04-2018 03:50PM

পিএনএস ডেস্ক:বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের মিটিং শেষে নতুন মেয়াদের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। আগের চুক্তিতে ১৬জন ক্রিকেটার থাকলেও তা কমিয়ে করা হয় ১০ জনের তালিকা। তাছাড়া তালিকা থেকে বাদ পড়েন ছয় ক্রিকেটার। আর এই বাদ পড়া ক্রিকেটারদের পাশেই দাড়ালেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তাজা। তাছাড়া সৌম্য-সাব্বিরদের আবারো ফর্ম ফিরে পেতে সিনিয়র ক্রিকেটাররা সব রকমের সাহায্য করবেন বলেও তিনি জানান।

বাদ পড়া ক্রিকেটাররা হলেন- সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত এবং রাব্বি।

আজ দুপুরে আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির সঙ্গে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌম্য –সাব্বিরদের বাদ পড়ার বিষয় নিয়ে কথা বলেন নড়াইল এক্সপ্রেস।

বিসিবির চুক্তি থেকে বাদ যাওয়া ক্রিকেটারদের নিয়ে মাশরাফি বলেন,‘আমি যত দিন ধরে খেলছি বেতনের চুক্তিতে আছি কিনা, এসব নিয়ে ভাবিনি কখনো। সব সময়ই আমার কাছে ক্রিকেট ছিল প্যাশন। আর প্যাশন নিয়েই আমি ক্রিকেট খেলছি।’

একজন খেলোয়াড়ের জীবনে বিসিবির চুক্তিতে থাকার প্রভাব কতটুকু তা নিয়ে মাশরাফি বলেন,

‘একজন খেলোয়াড়ের জন্য বেতন অনেক গুরুত্বপূর্ণ। বেশির ভাগ খেলোয়াড় আসে মধ্যবিত্ত পরিবার থেকে। পরিবারের ওপর বেতন কিংবা খেলার অনেক প্রভাব থাকে। তবুও সিদ্ধান্তটা বোর্ডের। কাকে বেতন দেবে না দেবে এটা তাদের সিদ্ধান্ত। একটা খেলোয়াড়ের জন্য চুক্তিতে থাকা খূব গুরুত্বপূর্ণ। একই সাথে তাকে ততটুকু আবেগ দিয়ে খেলতেও হবে। আমি বিশ্বাস করি সবাই সেভাবে খেলছে। পারফরম্যান্স সব সময় একরকম গ্রাফে থাকে না। কারও কখনো ভালো যায়, কারও কখনো খারাপ। পারফরম্যান্সের ওপর, বেতন নির্ভর করে এটাও সত্য।’

বাদ পড়া ক্রিকেটাররা যেন এই ধাক্কা কাটিয়ে উঠতে পারে তার জন্য সিনিয়ররা সব সহযোগিতাই করবেন। এই নিয়ে মাশরাফি বলেন,‘বাংলাদেশ দলের সত্যিকারের ভবিষ্যৎ হলো তারা। তাদের সবসময় সমর্থন করা আমাদের সবার দায়িত্ব। তবে আমার জায়গা থেকে আমি পিছু পা হব না। তাদের যত প্রকার সাহায্য করা লাগে তা আমি করবো। বাংলাদেশের এত বেশি বিকল্প ক্রিকেটারও নেই। ধারাবাহিকতা বাড়িয়ে যদি তারা ফর্মে ফিরে আসে, লম্বা সময় ধরে তারাই বাংলাদেশকে সেবা দিতে পারবে। ছন্দে ফেরাটা তাদের জন্য চ্যালেঞ্জ। আমরা সিনিয়ররা যারা আছি তাদের আমরা সহযোগিতা করব। তাদেরও চেষ্টা করতে হবে তারা যেন নিজেদের সেরা ছন্দে ফিরে আসতে পারে।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন