ডি ভিলিয়ার্স ঝড়ে জয় পেলো ব্যাঙ্গালুরু

  22-04-2018 10:48AM

পিএনএস ডেস্ক: ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ঝড়ে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

রিশাভ পান্ত (৪৮ বলে ৮৫) এবং স্রেয়াশ আয়ারের (৩১ বলে ৫২) অসাধারণ দুটি ইনিংসের ওপর ভর করে ব্যাঙ্গালুরুর সামনে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রানের বড় ইনিংসের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় দিল্লি ডেয়ারডেভিলস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতই মনন ভোরার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে ব্যাঙ্গালুরু। এরপর কুইন্টন ডি কক আর বিরাট কোহলি মিলে আরও ২০ রান যোগ করে বিচ্ছিন্ন হয়ে যান। ১৬ বলে ১৮ রান করে আউট হন ডি কক। এরপর ডি ভিলিয়ার্সকে নিয়ে জুটি গড়েন কোহলি। মূলতঃ এ সময় ঝড়টা তুলে দেন ডি ভিলিয়ার্স। দু’জন মিলে ৬৩ রানের জুটি গড়েন। ২৬ বলে ৩০ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি।

কোহলি আউট হওয়ার পর কোরি এন্ডারসন এবং মানদ্বীপ সিংকে নিয়ে মাঝারি মানের দুটি জুটি গড়েন ডি ভিলিয়ার্স। মূল কাজটি করেন মূলত ডি ভিলিয়ার্স নিজেই। ৩৯ বলে ৯০ রানে অপরাজিত থেকে যান ডি ভিলিয়ার্স। অপরপ্রান্তে ১৭ রানে অপরাজিত থাকেন মানদ্বীপ সিং।

১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, গ্লেন ম্যাক্সওয়েল এবং রিশাভ পান্ত।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন