প্লে অফের পথে কলকাতা

  16-05-2018 02:29AM

পিএনএস ডেস্ক:আজ ইডেন গার্ডেনে রাজস্থানকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের সম্ভাবনাটা আরও উজ্জ্বল করল কলকাতা।

অপরাজিত ৪১ রান খেলে দলকে জিতিয়ে ফেরা কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক এ জয়ে বড় ধন্যবাদ দেবেন বোলারদের। কুলদীপ যাদব-আন্দ্রে রাসেলদের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থান অলআউট ১৪২ রানে। ৪ ওভারে ২০ রান দিয়ে শুধু কৃপণ বোলিং নয়, কুলদীপ উইকেট তুলে নিলেন ৪ টি। ৩ ওভারে ১৩ রানে ২ উইকেট রাসেলের।

বোলাররা অনেকটা এগিয়ে দিয়েছেন, কলকাতার ব্যাটসম্যানরা সেটিরই পূর্ণতা দিয়েছেন। তবে রাজস্থানের বেন স্টোকস কাজটা একটু কঠিন করে তুলতে চেয়েছিলেন। তাতে কাজ হয়নি। ৪ ওভারে ১ মেডেন দিয়ে ১৫ রানে ৩ উইকেট, ইংলিশ অলরাউন্ডারের অসাধারণ বোলিং বৃথাই গেছে। ক্রিস লিন আর কার্তিকের সতর্ক ব্যাটিং কলকাতাকে জয়ের প্রান্তে নিয়ে গেছে। স্টোকসের শিকার হয়ে লিন ৪৫ রানে আউট হলেও কার্তিক টিকে ছিলেন শেষ পর্যন্ত।

প্লে অফের আগে কলকাতার আরেকটি ম্যাচ বাকি, ১৯ মে সাকিবদের হায়দরাবাদের বিপক্ষে। ১৪ এপ্রিল ইডেনে কলকাতার বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন সাকিব। এবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের উঠানে কলকাতাকে আরও চেপে ধরার সুযোগ বিশ্বসেরা অলরাউন্ডারের।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন