শ্বাসরুদ্ধকর ম্যাচে সাকিবদের হারিয়ে ফাইনালে চেন্নাই

  22-05-2018 11:54PM

পিএনএস ডেস্ক : স্বল্প স্কোরের ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে হায়দরাবাদ। কিন্তু শেষের দিকে বাজে বোলিংয়ে ম্যাচ হেরেছে সাকিবদের হায়দরাবাদ। শেষ তিন ওভারে জিততে হলে চেন্নাইয়ের করতে হতো ৪৩ রান। কিন্তু সেই লক্ষ্যেও পৌছে গেছে চেন্নাই। সপ্তম বারের মতো উঠে গেছে ফাইনালে।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৩৯ রান তোলে হায়দরাবাদ। দলের পক্ষে শুরুর ব্যাটসম্যানরা ভালো করতে পারেননি। ইউসুফ পাঠানের ২৪ এবং কালোর্স ব্রাফেটের ৪৩ রানের সুবাদে ১৩৯ রান তোলে হায়দরাবাদ। ব্যাট হাতে সাকিব মাত্র ১২ রান করতে পারেন।

জবাবে ৫০ রানে ৪ উইকেট হারিয়ে বসে চেন্নাই। কিন্তু ফ্যাফ ডু প্লেসি একাই ম্যাচ বের করে নিয়ে আসেন। ৯৭ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পরে ২ উইকেটের জয় পায় ধোনীর দল চেন্নাই। ফ্যাফ ডু প্লেসি করেন ৪২ বলে ৬৭ রানের দারুণ ইনিংস। চার ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেওয়া রশিদ খানের দারুণ বোলিং ব্যর্থ হয়ে গেছে এ ম্যাচে। সাকিব ব্যাটের মতো বল হাতেও ছিলেন ব্যর্থ। দুই ওভারে ২০ রান দেন তিনি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন